
ঝর্ণা কলম যারা নিয়মিত ব্যবহার করি, তাদের মাঝে নিজস্ব পছন্দ অনুযায়ী কলমের বিভিন্ন বৈশিষ্ট বাছাই করে নেয়ার চাহিদা থাকে, যা ফাউন্টেন পেন সংশ্লিষ্ট উদ্যোক্তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। একই মডেলের কলম একাধিক রং এবং নিব সাইজে (এক্সট্রা ফাইন থেকে শুরু করে ক্যালিগ্রাফি উপযোগী ১.৫ মিমি স্টাব নিব পর্যন্ত) পাওয়া যায়। তবে কোন একটি নির্দিষ্ট কম্বিনেশনের হাজারটা কলম দোকানে স্টকে রাখলে তা মূলত খুব অল্প সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করতে পারবে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে বেশ কিছু কলম এবং কালি অত্যন্ত সীমিত সময়ের জন্য আসে, যা ঘরে বসে তাৎক্ষণিক কিনতে পারা একটা স্বপ্নের মতো। শুধু সংগ্রাহকরাই নন, ছাত্র-ছাত্রীরাও তাদের হাতখরচের টাকা জমিয়ে একটা নামকরা ভালো কলম এবং ভালো মানের নোটবুক কেনার চেষ্টা করে। একজন ভক্ত হিসেবে এই সমস্যাগুলো নিয়ে যখন ফাউন্টেন পেন গ্রুপগুলোতে আলাপ করতাম, তখন অনেকের পরামর্শে এবং নিরন্তর অনুপ্রেরণায় প্রথমবার নিজের জন্য আমেরিকার বিখ্যাত ফাউন্টেন পেন রিটেইলার “গুলে পেন কোম্পানি” (www.gouletpens.com) থেকে একটি কাওয়েকো ক্লাসিক স্পোর্ট কলম কিনে আনি, এবং সেই অভিজ্ঞতার জের ধরে আগ্রহী কয়েকজন মিলে নামকরা কিছু ব্র্যান্ডের কলম (ডিপ্লোম্যাট, কংক্লিন, মন্টেগ্রাপা, ভিসকন্তি, পেলিকান, টয়েসবি), কালি (নুডলারস, জ্যাক হারবিন, লামী, ডি অ্যাটরামেন্টিস) এবং নোটবুক (ক্লেয়ারফন্টেইন, রোডিয়া, টময়ে রিভার) আনতে শুরু করি। করোনা মহামারির ভেতরে “কালির দোয়াত”-এর যাত্রা শুরু হয়, ৬০০ জন সমমনা ফাউন্টেন পেন অনুরাগীদের এই ফেসবুক গ্রুপের মাধ্যমে চেষ্টা করছি যেই ব্র্যান্ডগুলো বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না এবং যাদের এখনো অথেন্টিক ডিস্ট্রিবিউটর নেই, তা সব রকম বাজেটের ক্রেতাদের নিজস্ব পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিয়ে আসার। দিনশেষে এই গ্রুপের লক্ষ্য থাকবে ফাউন্টেন পেন সম্পর্কিত বিভিন্ন তথ্য, রিভিউ আলোচনা, ক্যালিগ্রাফি, সুন্দর হাতের লেখা, ফাউন্টেন পেন ফটোগ্রাফি ইত্যাদি বিষয়গুলো নিয়ে অভিজ্ঞ এবং নতুনদের মাঝে মেলবন্ধন গড়ে তোলা। একটি রুচিশীল সৌখিনতার প্রতীক হিসেবে ফাউন্টেন পেন আবারো সমাদৃত হোক, এই প্রত্যাশায়।
নভেরা আনওয়ার,
ফাউন্ডার, ডিরেক্টর
কালির দোয়াত – Kali’r Dowat
Leave a comment