জীবনের প্রথম ফাউন্টেন পেন কেনার আগে কয়েকটা জিনিস নিয়ে ভাবতে পারেন। প্রাইস কেমন, টেকসই কিনা, ইউজ করা সহজ কিনা এবং কমফোর্টেবল কিনা। একদম বিগিনারদের জন্য নিচের কয়েকটা ফাউন্টেনপেন কে বিবেচনা করা যায়। . ১। পাইলট ভি পেন - পাইলটের একদম সস্তা বিগিনার লেভেলের ফাউন্টেন পেন। এটা আসলে একটা ওয়ান টাইম ইউজ স্টুডেন্ট পেন। তবে চাইলে এটাতেও কালি রিফিল করা যায়, এর জন্য ইউটিউবের টিউটরিয়াল দেখতে পারেন, বা পরে কোন একদিন আলোচনা করা যাবে। ৬ টা কালারের ইঙ্কের ভি পেন বাংলাদেশেই পাওয়া যায়। আমাদের এখানে শুধু মিডিয়াম নিব টাই এভেইলেবল। ভি পেনের মিডিয়াম নিব বেশ স্মুথ। প্লাস্টিক বডি, তাই খুব হাল্কা। এত কম প্রাইসে পাইলটের ফাটাফাটি নিব আর পাওয়া যায় না। . Buy Now . ২। প্লাটিনাম প্রেপ্পি - প্লাটিনামের স্টুডেন্ট...
জীবনের প্রথম ইঙ্ক কেনা - ১। কারট্রিজ নাকি বটল ইঙ্ক? ফাউন্টেনপেনের জন্য প্রথম ইঙ্ক কেনার বেলায় আমি ইঙ্ক বোতল কেনার পরামর্শ দেই। কারট্রিজ নয় কেন? প্রথমত, বোতল কেনা সাশ্রয়ী। সমপরিমাণ ইঙ্ক কারট্রিজে কিনতে গেলে প্রচুর খরচ হবে, যেমন, পাইলটের এক একটা ইঙ্ক কারট্রিজে কালি থাকে ১মিলি এর চেয়ে কম, ৬টা কারট্রিজে ৬ মিলি কালিও নেই, দাম পাইলটের ৩০ মিলি কালির বোতলের অর্ধেক। দ্বিতীয়ত, কারট্রিজে সব কালার পাওয়া যায় না, বেশির ভাগ ক্ষেত্রেই শুধু কালো, নীল বা অল্প কয়েকটা শেড। তৃতীয়ত, ফাউন্টেন পেনের একটা মজা বটল থেকে কালি রিফিল করার সময়। এই মজাটা মিস করবেন কেন? কারট্রিজ তো রোলারবলেও থাকে। তবে কারট্রিজের কিছু সুবিধা হল, এটা ইন্সটল করা সহজ, সাথে নিয়ে ট্র্যাভেল করা সিকিউর। তাই পরে সুযোগ মত হলে এক বক্স...
১। প্রথমেই চাইনিজ কলম না - ধরেন, আপনার দুই বিদেশী বন্ধু এসেছে বাংলাদেশে ঘুরতে। তারা আপনার কাছে আবদার করেছে এই দেশের খাবার-দাবার ট্রাই করতে চায়। আপনি তাদের একজনকে নিয়ে গেলেন টঙের দোকানে মামার চটপটি খাওয়াতে। আরেকজনকে নিয়ে গেলেন নামকরা কোন ভালও কাচ্চি/বিরিয়ানির দোকানে কাচ্চি/বিরিয়ানি খাওয়াতে। প্রথমজনের এমন পেট খারাপ হল, যে সে আর ভিনদেশী খাবার ট্রাই করবেনা বলে শপথ করে ফেলেছে, আর দ্বিতীয়জনের ভিনদেশী খাবার এত ভালো লেগে গেছে যে সে আরও কি কি মজার খাবার পাওয়া যায় জানতে চাইছে আপনার কাছে। এদিকে রেগুলার মামার দোকানের চটপটি খাওয়া আপনি বুঝতেই পারছেন না যে ভুলটা কই হল। যখনই নতুন কাউকে রিকমেন্ড করি এই হবিতে, চাই সে যেনও প্রথমেই একটা ভালো এক্সপেরিএন্স পায়, তাকে ভালো ব্র্যান্ড এর জিনিস সাজেস্ট করি। এর মানে...